Malda : গাড়ি উল্টে নিহত ১, আহত ২৫

আরও পড়ুন

গাজোলের গোবড়াকুড়ি গ্ৰামে যাত্রীবাহী চারচাকা ম্যাক্সি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে নিহত হন ১ জন । আহত হয়েছেন প্রায় ২৫ জন। মৃতের পরিবার সূত্রের খবর, যাত্রীবাহী মিনি বাসটি একটি বিয়ে বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে দেওতলার দিক থেকে বাবুপুর-এর দিকে যাচ্ছিল। যাবার পথে কালাকুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তা উল্টে যায়। এরপর স্থানীয় বাসিন্দারাছুটে  এসে মিনি বাসের যাত্রীদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে পাঠান। মিনি বাসের কন্ডাক্টরকে

গাজোল গ্রামীণ হাসপাতালের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম মর্তুজা আলম, বয়স ৩২ বছর। বাড়ি গাজোল ব্লকের চাকনগর অঞ্চলের কাটিকান্দর গ্রামে। বাকি আহত ব্যক্তিদের চিকিৎসা করে ছেড়ে দেন। মৃতদেহটি উদ্ধার করে গাজোল থানার পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close