পুরনো বিবাদের জেরে এক প্রতিবন্ধী যুবকের মুখে অ্যাসিড হামলার অভিযোগ উঠল নিজ আত্মীয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার হাড্ডা টলা এলাকায়। আহত যুবকের নাম সৌরভ মন্ডল, বয়স ১৯ বছর। পরিবারে রয়েছে বাবা অনিমেষ মন্ডল ও মা নমিতা মন্ডল। অভিযুক্তরা হলেন মৌসুমী মন্ডল সহ তার পরিবারের সদস্যরা।
পরিবার ও স্থানীয় সূত্রে খবর, বিগত পাঁচ মাস আগে জমিতে ছাগল ঢোকা নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ হয়েছিল। সেই বিবাদকে কেন্দ্র করে গতকাল রাতে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওই প্রতিবন্ধী যুবক মনসা গান শুনতে যায়। গান শুনে রাতে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা ওই যুবকের মুখ লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। সেখান থেকে ওই যুবক তড়িঘড়ি বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে পরিবারের সদস্যদের। রাতেই ওই যুবককে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। কর্মরত চিকিৎসকেরা ওই প্রতিবন্ধী যুবককে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তর করে। যুবকের চোখের অবস্থা অত্যন্ত খারাপ।
এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।