Malda : মাদক পাচারের আগেই গ্রেফতার, ধৃত ৪

আরও পড়ুন

শুক্রবার রাতে মাদক দ্রব্য পাচার করতে গিয়ে গ্রেফতার হল চার যুবক। ঘটনাটি ঘটেছে মালদা শহরের সুস্থানি মোর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে। অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশি সূত্রের খবর, শুক্রবার রাতে সুস্থানি মোর এলাকায় নাকা চেকিং চালানোর সময় চার ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালাতেই উদ্ধার হয় বস্তা ভর্তি ৯০০ ফেনসিডিল-এর বোতল। যার বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। অভিযুক্তদের নাম হাসনুর জামান, মনিরুল শেখ, আলিম শেখ এবং ফারজুল বোসনি। তারা প্রত্যেকেই কালিয়াচক থানার গয়েশবাড়ি এলাকার বাসিন্দা। তিন বস্তা ভর্তি ফেনসিডিল মোটর বাইকে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনি গ্রেফতার করে পুলিশ। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকেরা।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close