Malda : মাদক সেবনের প্রতিবাদ করায় ইঁট দিয়ে হামলা

আরও পড়ুন

মাদক সেবন করার প্রতিবাদ করায় আক্রান্ত তিন যুবক। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নুরপুর অঞ্চলের অন্তর্গত খুমড়ি এলাকায় ।ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মানিকচক থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছ, এলাকার বেশ কিছু যুবক খুমরি এলাকায় বাড়ির পাশেই মাদক সেবন করছিলেন। সেই সময় মোহাম্মদ শহীদুর তাদেরকে মাদক সেবনের প্রতিবাদ করে এবং তারা যেন সেখানে মাদক সেবন না করে তা জানায়। তৎক্ষণাৎ মাদক সেবনকারীদের সঙ্গে তার সঙ্গে বচসা শুরু হয় এবং হাতাহাতিও হয়। এরপর এক মাদক সেবনকারী ইট দিয়ে হামলা করে মহাম্মদ সহিদুরের ওপর। এমনকি তাকে বাঁচাতে তার দাদা মোহাম্মদ ওহিদুল ও তার ভাই মোহাম্মদ তারিকুল আসলে তাদেরকেও বেধড়ক ভাবে মারধর করে মাদক সেবনকারীরা। পরবর্তীতে গ্রামবাসীরা জমায়েত হতেই পলাতক হন মাদক সেবনকারীরা। আহত অবস্থায় সেই তিন জনকে উদ্ধার করে নিয়ে আসা হয় মানিকচক গ্রামীন হাসপাতালে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা চালানো হয়। সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

মালদা থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close