বাড়ি থেকে কিছুটা দূরে এক বেসরকারি স্কুলের শিক্ষকের দোকান ঘরের বারান্দা থেকে শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার ৮ মাইল গুনগাও এলাকায়। মৃত শিক্ষকের নাম সুজিত কুমার সরকার, বয়স ৪২ বছর। তিনি একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
পরিবার সূত্রে খবর, এলাকায় কয়েকজন বন্ধু মিলে একটি বেসরকারি স্কুল চালাতেন ওই শিক্ষক। স্কুলের কোন ব্যাপার নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে তার গন্ডগোল বাঁধে। যার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত ওই শিক্ষকের কাছ থেকে একটি সুসাইড নোট পাওয়া গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। সুসাইড নোটের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।
মালদা থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।