মালদার মানিকচকে সাতসকালে কুমির আতঙ্ক। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের মথুরাপুর শংকরটোলা ঘাট এলাকায়।গ্রামবাসীরা গোটা ঘটনা বনদফতরকে জানিয়েছে। স্থানীয় সুএে খবর, সোমবার সকাল নাগাদ মথুরাপুর শংকরটোলা ঘাট এলাকায় প্রাতঃ ভ্রমনে বেরিয়ে ফুলহার নদীতে কুমির দেখতে পান বলে দাবি স্থানীয়দের। ইতিমধ্যে আতঙ্ক ছরিয়ে পরেছে এলাকা জুড়ে।ঘটনার জেরে নদীতে স্নান বন্ধ করে দিয়েছে গ্রামের বাসিন্দারা। উল্লেখ্য, বেশ কিছুদিন আগেও কুমির দেখা গিয়েছিল। সেই কুমিরটি পূর্ণভবা নদী থেকে উদ্ধার করে বনদফতর। এরপর এদিন ফের কুমিরের আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। খবর দেওয়া হয়েছে বনদফতরে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।