Malda : প্রায় পঞ্চাশ লক্ষের মাদক দ্রব্য উদ্ধার, ধৃত ২ যুবক

আরও পড়ুন

বিপুল পরিমাণ মাদক দ্রব্য পাচার করতে গিয়ে গ্রেফতার দুই যুবক। ঘটনাটি মালদহের ইংরেজবাজার থানার অন্তগত মানিকপুর এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ অভিযান চালায় ওই এলাকায় ও উদ্ধার করে ১ কেজি ব্রাউন সুগার।

পুলিশি সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে একজন কালিয়াচক থানার বাথরপুরের বাসিন্দা ও ওপর জন ইংরেজবাজারের কাদিগ্রামের বাসিন্দা। পুলিশের অনুমান, উদ্ধার করা ওই মাদক-দ্রব্যটি কালিয়াচক থেকে পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। কিন্তু পাচার করার আগেই ধরা পরে যায় অভিযুক্ত দুই যুবক। পুলিশ জানায়-ওই ১ কেজি ব্রাউন সুগারের দাম প্রায় ৫০ লক্ষ টাকা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর কে কে পাচার কাণ্ডে জড়িয়ে আছে তা খতিয়ে দেখছে কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা। শুক্রবার অভিযুক্তদের মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

ফোর্টিন টাইম লাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close