স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ মালদা রেল ডিভিশনের উদ্যোগে মালদা টাউন স্টেশনের ওয়েটিং রুমে ‘ভারতীয় একতা দিবস’ পালন করা হয়। এই উপলক্ষে এদিন সর্দার বল্লভ ভাই প্যাটেলের ছবির প্রদর্শনী করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রেলওয়ে রিটায়ারমেন্ট অ্যাসোসিয়েশন-র এক প্রবীণ সদস্য অভয়পদ সেনগুপ্ত। তিনি জানান, ‘সর্দার বল্লভ ভাই অখন্ড ভারতের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নকে সার্থক করে তুলতে এদিনের এই অনুষ্ঠান। রেলের এই প্রয়াসকে সাধুবাদ জানাই। এদিন হাজির ছিলেন মালদা রেল ডিভিশনের এডিআরএম সুজিত কুমার-সহ অন্যান্য আধিকারিকরাও।
ফোর্টিন টাইমলাইন, মালদা।