Malda : অটো ও মোটর বাইক সংঘর্ষে মৃত্যু মোটর বাইক আরোহীর

আরও পড়ুন

বুধবার রাতে অটো ও মোটর বাইক সংঘর্ষে মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মোথাবাড়ি থানার গীতা মোড় এলাকায়। মৃত মোটরবাইক আরোহীর নাম সিদ্ধার্থ মন্ডল, বয়স ৩০ বছর। তার বাড়ি আলমটলা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

স্থানীয় ও পুলিশি সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় সারের দোকান থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতিতে আসা একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরবাইকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গুরুতর জখম হয় মোটরবাইক আরোহী। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close