Malda : প্লাস্টিক ও থার্মোকল বর্জনের বার্তা দিয়ে খুঁটি পূজার আয়োজন

আরও পড়ুন

রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মালদা শহরে প্লাস্টিক ও থার্মোকল বর্জনের বার্তা দিয়ে খুঁটি পূজার আয়োজন করল ঝলঝলিয়া পূর্ব দেশবন্ধু পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। দেশবন্ধু পাড়া এলাকার মন্দির প্রাঙ্গনে আয়োজন করা হয় এই খুঁটি পূজা। সেখানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্য ক্লাব কর্তারা।

সভাপতি শুভদীপ সান্যাল বলেন গত দুই বছর করোনা পরিস্থিতিতে ঘটা করে পুজোর আয়োজন করা হয়নি।তবে এবছর ঘটা করে পুজোর আয়োজন করা হবে। প্রতিমা ও পূজা মন্ডপে প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার না করার প্রতিজ্ঞা করেছেন প্রত্যেক ক্লাব সদস্যরা।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close