Malda : মালতিপুরের ঢালাই রাস্তার উদ্বোধনে কেন্দ্রকে বিঁধলেন সাবিনা

আরও পড়ুন

বন্ধ কেন্দ্রের টাকা তবুও থমকে নেই বাংলার উন্নয়ণ, মালতীপুরে শিলান্যাস অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় সরকারকে এক হাতে নিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

ক্ষমতার জেরে বাংলায় একশো দিনের প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে, এমনটাই অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকার বাংলার কাজে কোনও সহযোগিতা করছে না।

উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থানুকুল্যে রবিবার মালদহের মালতিপুরে বিধানসভায় ঢালাই রাস্তা ও নিকাশি নালা নির্মানের দশটি প্রকল্পের কাজের শিলান্যাস করা হয়। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলাপরিষদের সভাধিপতি রফিকুল হোসেন, মালতি পূর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশী-সহ প্রশাসনিক কর্তারা।

সূত্রের খবর, উত্তরবঙ্গ উন্নয়ণ দফতরের তহবিল থেকে প্রায় তিন কোটি টাকা রাস্তা ও নিকাশনালা নির্মাণের কাজ করা হবে। সাবিনা ইয়াসমিন বলেন, বাংলা থেকে কেন্দ্র যে বিপুল পরিমাণে কর আদায় করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই কর বাংলার খাতায় জমা পড়লে বাংলার উন্নয়ন হবে। কেন্দ্রীয় সরকার এই কাজের জন্য একটি টাকাও দেয়না বলে অভিযোগ । বাংলার সঙ্গে দ্বিচারিতা করছে কেন্দ্র সরকার । তাই কেন্দ্রের টাকা বন্ধ থাকা সত্বেও বাংলার উন্নয়ন থমকে নেই।

মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close