মালদা: জলে ডুবে দুই ডাক্তারি পড়ুয়ার মৃত্যু

আরও পড়ুন

নৌকবিহার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই ডাক্তারি পড়ুয়ার। জখম হয়েছেন চার জন।ঈদের ছুটি উপলক্ষে পিকনিক করতে এসেছিল ছয় বন্ধু। মালদহের ইংরেজবাজার থানার যদুপুর পঞ্চায়েতের বাদলমোড় এলাকার ঘটনা। স্থানীয়রা তড়িঘড়ি চার জনকে উদ্ধার করে। এমন ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আশপাশের বাসিন্দারা ছুটে এসে পুকুরে জাল ফেলে মৃতদেহ দুটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে – মৃতদের নাম – সলিউজ্জামান (১৯), বাবা- আখতার হোসেন। বাড়ি কালিয়াচকের সুজাপুরের মৌলবী পাড়া। আরেকজনের নাম রেজুয়ান শেখ(১৯) বাবা- হাজী আব্দুস সামাদ। বাড়ি কালিয়াচকের সুজাপুর মৌলবী পাড়ায়। বাকি চার আহতরা বর্তমানে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানিয়েছেন – ঈদের ছুটি উপলক্ষে বুধবার পিকনিক করতে এসেছিল ছয় বন্ধু। পিকনিক করার সময় বন্ধুরা সকলে মিলে একটি ছোট্ট নৌকয় চেপে নৌকবিহার করতে যায়। পুকুরের মাঝে গিয়ে নৌকটি আচমকা উল্টে যায়। ছয়জনের মধ্যে অধিকাংশই সাঁতার জানত না। আশপাশের বাসিন্দারা তাদের পুকুরে ডুবতে দেখে ছুটে আসে। তড়িঘড়ি চারজনকে উদ্ধার করতে পারে। বাকি দু’জন পুকুরের জলে তলিয়ে যায়। পরে মাছ ধরার জাল দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। এরপর তাদের দেহ দুটি পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close