Malda : ছ’তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল যুবতীর

আরও পড়ুন

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ মালদা মেডিকেল কলেজের ছ’তলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন এক যুবতী। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। মৃত ওই রোগীর নাম সাবেরা খাতুন, বয়স ২৬ বছর। পুখুরিয়া থানার মাগুরা এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

পরিবার সূত্রে খবর, সাবেরা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার এক আত্মীয়ের সঙ্গে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখতে আসেন। আচমকাই সবার নজর এড়িয়ে অচৈতন্য অবস্থায় ছাদ থেকে ঝাঁপ মারেন। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে। পুলিশ অবশ্য বিষয়টি খতিয়ে দেখছে।

ফোর্টিন টাইম লাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close