Malda : চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার, গ্রেফতার ১

আরও পড়ুন

চুরি হয়ে যাওয়া মোটরবাইক প্রায় এক মাস পর পুলিশের তৎপরতায় ফিরে পেল বাইকের মালিক। গ্রেফতার করা হয়েছে বাইক চুরির সঙ্গে যুক্ত যুবককে। বাইক ফিরে পেয়ে খুশি বাইকের মালিক। পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন তিনি।

চুরি হয়ে যাওয়া জিনিস উদ্ধারের ঘটনায় ফের একবার বড়-সড় সাফল্য পেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বাংলা-বিহার সীমান্তের নাকা চেকিং পয়েন্টে তল্লাশির সময় একটি চোরাই বাইক উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারপর সেই বাইক ফিরিয়ে দেওয়া হয় প্রকৃত মালিককে। হরিশ্চন্দ্রপুর থানার এ এস আই জাকির হোসেন এবং অন্যান্য পুলিশের তৎপরতায় চলছিল নাকা চেকিং। চেকিং এর নিয়ম অনুযায়ী প্রত্যেকটা যানবাহনকে থামিয়েই কাগজপত্র খতিয়ে দেখা হয়। সেই সময় একটি বাইকের উপযুক্ত কাগজপত্র না পেয়ে সন্দেহ হয় পুলিশের। সঙ্গে সঙ্গে বাইকটিকে আটক করা হয় এবং বাইক আরোহীকে গ্রেফতার করা হয়। তদন্ত করে পুলিশ জানতে পারে ওই বাইকটি চুরি করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানার মিলনগড় এলাকার বাসিন্দা মহম্মদ খাইরুলের বাইক এক মাস আগে হারিয়ে যায় কবাডি মাঠ থেকে। সেই সময় সে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশের ওপর ভরসা ছিল মহম্মদ খাইরুলের। অবশেষে এক মাস পর তার বাইক উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বাইক চুরির সঙ্গে যুক্ত থাকার কারনে গ্রেফতার করা হয়েছে দহুয়া এলাকার কুর্শী গ্রামের বাসিন্দা ইসমাইলকে। এর আগেও সে এই ধরনের বাইক চুরির ঘটনায় জড়িত ছিল। চুরি হয়ে যাওয়া বাইকটিকে বিহারে পাচার করে দেওয়ার উদ্দেশ্য ছিল তার। এই মুহূর্তে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । সেইসঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তার সঙ্গে আরও কোনও বাইক চুরির বড় গ্যাংএর যোগ রয়েছে কিনা সেই দিকটাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ।

চুরি হয়ে যাওয়া বাইক মালিক মহম্মদ খাইরুল বলেন, এক মাস আগে আমার বাইক হারিয়ে গিয়েছিল। বুধবার পুলিশের পক্ষ থেকে খোঁজ দেওয়ায় আমি আমার মোটরবাইক ফিরে পেলাম। স্বাভাবিক ভাবে চুরি হয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ায় আমার ভীষণ আনন্দ হচ্ছে। পুলিশের প্রতি আস্থা ছিলই, এবার মোটরবাইক ফেরত পেয়ে শ্রদ্ধা আরও বাড়লো।

বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর এলাকায় চুরি সহ-বিভিন্ন অপরাধ মূলক কাজকর্মের ঘটনার প্রায় ঘটতেই থাকে। অপরাধীদের লক্ষ্য থাকে- অপরাধ করে বিহারে পালিয়ে যাওয়ার। কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের তৎপরতায় বেশির ভাগ ক্ষেত্রেই অপরাধীদের ধরা পড়তে হয় নাকা চেকিং পয়েন্টে। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি।

ফোর্টিন টাইমলাইন, হরিশ্চন্দ্রপুর, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close