দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ জন এবং আহত ৩ জন। রবিবার রাতে ঘটনা ঘটনাটি ঘটেছে পান্ডুয়া খন্যান চৌমাথা এলাকায়। মৃত ব্যক্তির নাম অজয় শাহ। তাঁর বয়স ২৮ বছর। বাকি তিন যুবকের বাড়ি পান্ডুয়ার খন্যান পূর্ব পাড়া এলাকায়। তারা হলেন, এনজামামুন হক, বাপ্পা মন্ডল, দীপঙ্কর বাউল দাস। তিন জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় ও বাকি দু’জনকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, এদিন রাত ন’টা নাগাদ দুটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। মোটরবাইকে তিনজন যুবক পান্ডুয়া থেকে খন্যানের দিকে যাচ্ছিল। অপর একটি মোটরবাইকে একজন ব্যক্তি মগরার দিক থেকে পান্ডুয়া থেকে আসছিল। সেই সময়ে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসকরা এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ ।
Fourteen Time Line, Malda