চলন্ত রেলগাড়ির নিচে কাটা পড়ে নিহত হয়েছেন এক যুবক। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায়। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া ছড়িয়েছে সমগ্র এলাকাজুড়ে।
সূত্রের খবর, নিহত ওই যুবকের নাম অরুণ বিশ্বাস, বয়স ২৪ বছর। মালদার ইংরেজবাজার থানার বাগবাড়ি চন্দন পার্ক এলাকার বাসিন্দা সে। তার পরিবারের রয়েছে বাবা অনন্ত বিশ্বাস, মা মমতা বিশ্বাস। এদিন সকালে মালদার পাল্লা মেডিকেল সংলগ্ন এলাকায় দিদি মালা শীলের বাড়ি এসেছিল তার ভাই অরুণ। এরপর দিদির সঙ্গে কথা বলে ওই যুবক মালদা মেডিকেলের সামনে চলন্ত রেলগাড়ির সামনে আত্মহত্যা করে বলে খবর। এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমেছে নিহত যুবকের পরিবার-সহ গোটা এলাকায়।
ফোর্টিন টাইমলাইন, মালদা।