উত্তরবঙ্গজুড়ে বনধ সফল করতে গিয়ে জোরপূর্বক বিদ্যালয় ও ডাকঘর বন্ধের চেষ্টা করল বিজেপি কর্মীরা। পুলিশ এতে বাঁধা দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনায় ১২ জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। শুক্রবার দুপুরে এই ঘটনাটিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদার চাঁচলের সামসি এলাকায়।
সূত্রের খবর, কালিয়াগঞ্জে জোড়া খুনের ঘটনার প্রতিবাদে শুক্রবার উত্তরবঙ্গের আট জেলায় ১২ ঘন্টার বনধ কর্মসূচি ডাকে রাজ্য বিজেপি। শুক্রবার দুপুরে সামসিতে সেই বন্ধ সফল করতে রাস্তায় নামেন বিজেপি কর্মীরা। অভিযোগ, বিজেপি কর্মীরা জোড়পূর্বক সামসির বেশ কয়েকটি বিদ্যালয় ও ডাকঘর বন্ধের চেষ্টা চালায় আর তাতে বাধা সৃষ্টি করে সামসি ফাঁড়ির পুলিশ। এই ঘটনা নিয়ে পুলিশের সঙ্গে বনধ সমর্থনকারীদের ধস্তাধস্তি হয়। ১২ জনকে আটকও করে সামসি ফাঁড়ির পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।