এক নাবালককে খুনের ঘটনায় গ্রেফতার হল ২ অভিযুক্ত। ছত্রিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করল রতুয়া থানার পুলিশ। সোমবার তাদের ৭ দিন পুলিশি হেফাজত চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।
সূত্রের খবর, অভিযুক্তরা হল নির্মল মন্ডল এবং কানাই মন্ডল। তাদের বয়স যথাক্রমে ২৩ ও ২০ বছর। এদের দু’জনের বাড়ি রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামে। উল্লেখ্য, শনিবার সকালে রতুয়ার মণিপুর এলাকার এক জলাশয় থেকে ১২ বছর বয়সের আকাশ ভগত নামের এক নাবালকের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি মণিপুর গ্রামেই। বাবা জগ্গু ভগত, মা রুপালি ভগত। তারা ছিল তিন ভাই। তাদের মধ্যে আকাশ সবার ছোট। জানা গেছে, ক’দিন ধরে ওই গ্রামের ভাদুরাম মন্ডলের বাড়িতে মনসা গানের আসর চলছিল। শুক্রবার রাতে খাবার খেয়ে সেই আসরে যায় আকাশ। তারপর সে আর বাড়ি ফেরেনি। পরে শনিবার সকালে মণিপুর এলাকার এক জলাশয় থেকে তার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রতুয়া থানার পুলিশ। তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করে। পুলিশের তদন্তে প্রাথমিকভাবে আকাশের কয়েকজন বন্ধুর নাম উঠে আসে এবং তাদের মধ্যে নির্মল মন্ডল এবং কানাই মন্ডলকে গ্রেফতার করা হয়।
পুলিশি সূত্রে জানা গেছে, খুনের তদন্ত করতে গিয়ে ওই দুই অভিযুক্তের নাম উঠে এসেছে। রবিবার দুপুরে নির্মল মন্ডলকে তার বাড়ি রঘুনাথপুর থেকে গ্রেফতার করা হয় এবং বিকেলেই ইংলিশবাজার থানার বাগবাড়ি থেকে কানাই মন্ডলকেও গ্রেফতার করা হয়। আরও জানা যায়, পুরনো শত্রুতার জেরে আকাশ ভগতকে খুন করা হয়েছিল। শুক্রবার ভোররাতে মনসা গানের আসর থেকে আকাশ ভগতকে জোর করে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়। তবে এই খুনের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
ফোর্টিন টাইমলাইন, রতুয়া, মালদা।