Malda : বাংলা-বিহার সীমান্তে অস্ত্র-সহ গ্রেফতার-২

আরও পড়ুন

স্বাধীনতা দিবসের প্রাক্কালে অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার হল দুই যুবক। তাদেরকে বাংলা-বিহার সীমান্ত থেকে গ্রেফতার করে পুলিশ। এমন ঘটনার পর বাড়ানো হল সীমান্তে নজরদারি।

সূত্রের খবর, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাংলা-বিহার সীমান্ত এলাকার মালদার হরিশ্চন্দ্রপুর থানার গোবরাঘাট এলাকা থেকে দুই যুবককে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। ধৃত যুবকদ্বয়ের নাম যথাক্রমে সেখ গুড্ড বয়স ২০ বছর, আরেক যুবকের নাম সেখ তানবীর বয়স ৩১ বছর।এদের দু’জনের বাড়ি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামে।ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, কিভাবে এই অস্ত্র তারা পাচার করত। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকাজুড়ে।

পুলিশ সূত্রে খবর- রবিবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের গোবরাঘাট এলাকায় ওই দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। খবর পেয়েই ওই এলাকায় এ এস আই জাকির হোসেনের নেতৃত্বে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বাহিনী। দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে এক রাউন্ড গুলি এবং একটি ওয়ান শাটার পিস্তল উদ্ধার করে। সঙ্গে সঙ্গে যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। সোমবার তাঁদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে এবং পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। বিহার বাংলা সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর থানা এলাকার গোবরাঘাট অঞ্চল। পুলিশের প্রাথমিক তদন্তের পর অনুমান, বিহার থেকে ওই দুই যুবক অস্ত্র পাচারে জড়িত ছিল। এদিকে এই ঘটনার পর থেকে হরিশ্চন্দ্রপুর এলাকায় নাকা তল্লাশি বাড়ানো হয়েছে। ওই যুবকের সঙ্গে আন্ত রাজ্য পাচারচক্রের যোগ আছে কিনা সমস্ত দিক খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

উল্লেখ্য, বিহার সীমান্তবর্তী এলাকা দিয়ে মাঝে মধ্যেই ঘটে অপরাধমূলক কাজকর্ম। অপরাধীরা অপরাধ করে বিহারে পালিয়ে যেতে চায়। এক্ষেত্রে হরিশ্চন্দ্রপুর পুলিশের একটা বড়সড় সাফল্য। ইতিমধ্যেই আরও আঁটোসাঁটো করা হয়েছে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা।

ফোর্টিন টাইমলাইন, হরিশ্চন্দ্রপুর, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close