শ্রমিক সরবারহকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ। সেই বিবাদের মীমাংসা করতে গ্রামে বসে সালিশি সভা। আর সেই সভার মধ্যে একের পর এক ধারালো অস্ত্রের কোপ চলতে থাকে। এমন ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার বিবি গ্রাম এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃতরা হলেন সাজিম সেখ, বয়স ২১ বছর, জামিউল সেখ, বয়স ২৫ বছর। আহতরা হলেন শাহজাহান সেখ, বয়স ২২ বছর, তারিখ সেখ, বয়স ২৮ বছর। শ্রমিক ঠিকাদার রাজস্থানে পাঠানোর জন্যে দাদনের টাকা নিয়ে গোলমাল। বকেয়া টাকা আদায়ের জন্যে সালিশি সভা ডাকা হয়। সেখানে লেবার কন্ট্রাক্টরকেও ডাকা হয়। এরই মধ্যে ঠিকাদারের কিছু লোকজন ধারাল অস্ত্র নিয়ে দুই শ্রমিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর সভার মধ্যেই একের পর এক ধারালো অস্ত্রের কোপ মারা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। স্থানীয়রা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।
মালদা থেকে দেবাশীষ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।