চার বছরের বোনকে মারধোর করার প্রতিবাদ করায় আহত দুই দাদা-সহ একই পরিবারের পাঁচ সদস্য। বন্দুকের বাঁট এবং লাঠিসোটা নিয়ে তাদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার নয়াগ্রাম মহেশপুর এলাকায়। সূত্রের খবর, আক্রান্ত শোয়েব আখতার এবং সাইল সেখ বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, শোয়েব আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং সাইল সেখ সপ্তম শ্রেণীর ছাত্র। এদিন বিকেলে তাদের চার বছরের বোন তামান্না খাতুনকে মারধর করছিল প্রতিবেশী ওসমান সেখ বলে অভিযোগ। দুই ভাই প্রতিবাদ করায় ওসমান শেখ, আসাদুল শেখ-সহ বেশ কয়েকজন তাদের উপর চড়াও হয় এবং দুই ভাই, তাদের মা-সহ পরিবারের পাঁচজনকে মারধর করা হয়। বন্দুকের বাঁট এবং লাঠিসোটা দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
Avishek Saha, Reporter, Uttar Malda