Chanchal : সিগন্যাল অমান্য করে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা

আরও পড়ুন

ট্রাফিক সিগনাল ভেঙে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা এক মোটর বাইক চালকের। আক্রান্ত সেই ভলান্টিয়ারের নাম সনৎ দাস। ঘটনাস্থলেই অভিযুক্ত বাইক আরোহীকে ধরে মারধর করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাইক চালককে আটক করে। আটক সেই ব্যক্তির নাম মহম্মদ আলি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল পোস্ট অফিস মোড় এলাকার ৮১ নম্বর জাতীয় সড়কে। ঘটনায় জখম সিভিক ভলেন্টিয়ার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্রের খবর, স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনাল অমান্য করে দ্রুত গতিতে যাচ্ছিল মহম্মদ আলি নামে সেই অভিযুক্ত যুবক। সেই সময় কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা ওই বাইকটিকে আটকানোর চেষ্টা করলে বাইক আরোহী তাদের সজোরে ধাক্কা মারে। তাদের মধ্যে গুরুতরভাবে আহত হন এক সিভিক ভলান্টিয়ার।

বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তারা এই ঘটনার প্রতিবাদ করেন। ওই বাইক আরোহীকে প্রকাশ্যেই বেধড়ক মারতে শুরু করেন স্থানীয়রা।

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই বাইক আরোহীকে আটক করে চাঁচল থানার পুলিশ এবং তারা আহত ওই সিভিক ভলান্টিয়ারকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান।

মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close