নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল এক পণ্যবাহী লড়ি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার গোবরা বটতলি এলাকায়। সেই লড়িটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ায় তার নিচে চাপা পড়ে বেশ কয়েকজন। এই ঘটনায় ৫ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সূত্রের খবর, রতুয়া থেকে একটি পণ্যবাহী লড়ি হরিশ্চন্দ্রপুরের দিকে যাচ্ছিল। সেই সময় বটতলি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে লড়িটি একটি বাড়িতে গিয়ে ধাক্কা মারে। ওই বাড়িতে বেশ কয়েকজন গল্পের আসরে বসেছিল। হঠাৎই সেই লড়িটি বাড়িতে ধাক্কা মারায় তারা সকলেই লরির নিচে চাপা পড়ে। ঘাতক লড়িটি আপতত পুলিশের হেফাজতেই রয়েছে। স্থানীয়দের চোখে ঘটনাটি পড়তেই তারা প্রথমে উদ্ধারকাজ চালায়। এরপর এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও বস্ত্র শিল্পের প্রতিমন্ত্রি তাজমুল হোসেন। স্থানীয়রা পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। মৃতরা হলেন আরতি মন্ডল, লুসি মন্ডল, লক্ষী যাদব, প্রিয়াংশু যাদব, নির্মলা মন্ডল। মৃত ও আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘক্ষণ হলেও প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজ করা হয় না। এই ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
ফোর্টিন টাইমলাইন, হরিশ্চন্দ্রপুর, মালদা।