Chanchal : গাছ থেকে উদ্ধার এক যুগলের ঝুলন্ত দেহ

আরও পড়ুন

বৃহস্পতিবার সাত সকালে গাছ থেকে এক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার ধানগারা গ্রাম পঞ্চায়েতের রণঘাট এলাকায়। এমন ঘটনায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। তারা এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

সূত্রের খবর, মৃত যুবকের নাম সাইফুদ্দিন, বয়স ২২ বছর এবং মৃত কিশোরীর নাম নায়েমা খাতুন, বয়স ১৫ বছর। ওই যুবক ধানগাড়া-বিষণপুর পঞ্চায়েতের রণঘাট গ্রামের বাসিন্দা। তার বাড়িতে স্ত্রী ও এক সন্তান রয়েছে। ওই কিশোরীর বাড়ি রতুয়ার পাশে ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের পরানপুর গ্রামে। বৃহস্পতিবার সকালে ওই দু’জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

এই ঘটনায় মৃতের স্ত্রী রুবেলা খাতুন জানান, গাছে ঝুলন্ত অবস্থায় তার স্বামীর সঙ্গে যেই কিশোরী রয়েছে তাকে তারা কেউ চেনেন না। বুধবার রাতে বাজারে যাওয়ার নাম করে তিনি বাড়ি থেকে বার হন। তারপর থেকে আর কোনও খবর পাওয়া যায়নি।

ওই যুবকের সঙ্গে কিশোরীর পরকীয়ার সম্পর্ক ছিল কি না, তাদের খুন করা হয়েছে না কি তারা আত্মহত্যা করেছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। এই নিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close