বাজ পড়ে মৃত্যু হল এক চাষির। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায়। স্থানীয় সূত্রের খবর, মৃত ওই চাষির নাম ধনঞ্জয় মন্ডল, বয়স ৫০ বছর। এদিন দুপুরে এলাকায় পাটের জমিতে কাজ করার সময় হঠাৎই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। তাতেই বাজ পড়ে জখম হন ওই চাষি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মর্গে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।