Malda : পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা এক প্রাক্তন সিভিক ভলান্টিয়ারের

আরও পড়ুন

পারিবারিক বিবাদের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এক প্রাক্তন সিভিক ভলান্টিয়ারের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার সাট্টারি এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

সূত্রের খবর, মৃত ওই প্রাক্তন সিভিক ভলান্টিয়ারের নাম মনোজ সরকার। বয়স ৩৩ বছর। বেশকিছু দিন যাবৎ জেঠুর ছেলে দিলীপ সরকারের সঙ্গে জমির জায়গা নিয়ে বিবাদ চলছিল মনোজের। এই নিয়ে তার জেঠুর ছেলে দিলীপ সরকার বেশ কয়েকবার মনোজের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে। দিলীপ সরকার মালদা ডিএম অফিসে কর্মরত বলে খবর। তার অভিযোগ জানানোর পর থেকেই মনোজকে সিভিক ভলান্টিয়ারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সিভিক ভলোন্টিয়ারের পদ থেকে তাকে সরিয়ে নেওয়ায় প্রায় এক বছর যাবৎ তিনি বাড়িতেই বসেছিলেন। এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এই যন্ত্রনা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ পরিবারের।

ছেলের এমনভাবে মৃত্যু দেখে মৃতের মা শোকগ্রস্ত হয়ে পড়েছেন। হাসপাতালে ছেলের মৃতদেহকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন।

মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close