বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভষ্মিভূত একটি বাড়ি। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল ২ নম্বর ব্লকের মালতিপুর পঞ্চায়েতের গঙ্গাদেবী এলাকায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর খবর দেওয়া হয় পুলিশ ও চাঁচল দমকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দমকলকে খবর জানানো হলে একটি ইঞ্জিন গিয়ে অবশিষ্ট আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোটা বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়ে যায়।
সূত্রের খবর, ওই গ্রামের বাসিন্দা পার্বতী দাসের স্বামী দু’বছর আগে ক্যান্সারে মারা যান। দুই নাবালিকা কন্যাকে নিয়ে থাকতেন তিনি। শুক্রবার মাঝরাতে তার বাড়িতে আগুন লাগে। সেই আগুন দেখতে পেয়ে পার্বতীদেবী চিৎকার করে ওঠেন।
তার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে ঘরে থাকা খাদ্যশস্য-সহ আসবাবপত্র থেকে যাবতীয় সমস্ত কিছু পুরে ভষ্মিভূত হয়ে যায়। এই খবর শোনার পরে শনিবার দুপুরে ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ান মালতিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুর রহিম বক্সী। তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর পাশাপাশি খাদ্য সামগ্রী তুলে দেন এবং সরকারিভাবে সাহায্যের আশ্বাসও দেন।
ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।