শুক্রবার মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের ভাজান্না এলাকায়। মৃত ওই সাইকেল আরোহীর নাম মেঘ মন্ডল। বয়স ৪৫ বছর। কার্যত মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
সূত্রের খবর, শুক্রবার সকালে বাড়ি থেকে বাজার করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন মেঘ। স্লুইসগেট এলাকায় একটি বাইক পেছন থেকে সজোরে ধাক্কা মারে তাকে। দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই সাইকেল আরোহী। তড়িঘড়ি স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এমন খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
ফোর্টিন টাইমলাইন, হরিশ্চন্দ্রপুর, মালদা।