Malda : শিব ঠাকুরের মাথায় জল ঢেলে ফেরার পথে মৃত্যু

আরও পড়ুন

শিব ঠাকুরের মাথায় জল ঢেলে ফেরার পথে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বিহারের আজমনগর শীতলমণি এলাকায়। এই দুর্ঘটনার ফলে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার-সহ গোটা এলাকায়।

সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম দিলীপ দাস। বাড়ি হরিশ্চন্দ্রপুর-এর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামে। মৃত ওই ব্যক্তি বিহারে গিয়েছিলেন শিব ঠাকুরের মাথায় মাথায় জল দিতে।

মৃতার স্ত্রী মঞ্জিলা দাস জানান, বুধবার সকালে স্বামী-স্ত্রী দুজনে হেঁটে বিহারের গোরখপুরে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যান। সেখান থেকে বৃহস্পতিবার‌ অটোয় চেপে বাড়ি ফেরার সময় অন্য একটি অটো পাশ কাটতে গিয়ে তার স্বামীর পায়ে ধাক্কা মারলে রাস্তার মধ্যে ছিটকে পড়েন তিনি। অটোর ধাক্কায় তার পা ভেঙে যায় ও মাথায় রড ঢুকে যায়। ‌রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুশিদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গ্রামীণ হাসপাতালের কর্মরত চিকিৎসকেরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিলে পরিবারের লোকেরা তাকে কাটিহার মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই ব্যক্তির। তার এমন অকালমৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ফোর্টিন টাইমলাইন, হরিশ্চন্দ্রপুর, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close