হাতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে রীতিমতো পুলিশকে হুমকি দিয়ে চলেছেন মালদহের এক ব্যক্তি। পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের পঞ্চায়েত সদস্যার স্বামীর বন্ধুক হাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয় সেই ছবি। গোটা ঘটনা ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমনকি ছড়িয়ে পড়েছে আতঙ্কও।
সূত্রের খবর, ধৃত ওই ব্যক্তির নাম দেব বল্লব। বাড়ি পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের ডুমুরতলার নেমুয়া এলাকায়। তার স্ত্রী একজন পঞ্চায়েত সদস্যা। তবে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্ত্রী-র সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই ধৃত ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন। এরপরে তিনি তার বাড়ির মধ্যেই আগ্নেয়াস্ত্রের পাশাপাশি বোমা- কার্তুজ, ধারালো অস্ত্রও মজুত করে রেখেছিলেন বলে খবর। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে পুলিশ এবং সাংবাদিকদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। সেই ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। স্ত্রী-কে ফেরানোর দাবিতেই নাকি তার এমন আয়োজন।
এরপরই, মালদা থানার পুলিশ অভিযোগ পেয়ে গোপন সূত্রে হানা দিয়ে ধৃত ওই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সমেত আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু এত আয়োজনের পরে তার স্ত্রী আদৌ ঘরে ফিরবেন কি না তা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন।
মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা