ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হন এক পরিযায়ী শ্রমিক। স্বামীর বাড়িতে ফেরার আশায় রাস্তায় দাঁড়িয়ে দিন কাটছে তার স্ত্রীর। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
সূত্রের খবর, নিখোঁজ সেই পরিযায়ী শ্রমিকের নাম মাসুম আলি। বয়স ২২ বছর। বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার বরুই গ্রাম পঞ্চায়েতের পাঁচলা গ্রামে। ১০ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন তিনি। পরিবার সূত্রে জানা যায়, পরিবারের মুখে দু’মুঠো ভাত তুলে দেওয়ার জন্য পরিবারের একমাত্র ছেলে মাসুম প্রায় ছ’মাস আগে ভিন রাজ্য জয়পুরে হোটেলে কাজ করতে যায়। কুরবানীর সময় তার বাড়ি ফেরার কথা থাকলেও রেলের টিকিট না পাওয়ায় ১৯ জুলাই মঙ্গলবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মাসুম। ওইদিন সকাল ১১ টা নাগাদ স্ত্রী’র সঙ্গে ফোনে কথাও হয়। বৃহস্পতিবার রেলগাড়ি ধরে বাড়ি ফেরার কথা ছিল তার। এরপর থেকে তার কোনও খোঁজখবর পাওয়া যায়না। তাকে মোবাইলেও পাওয়া যায়না। এখনও পর্যন্ত তার সঙ্গে কোনওরকম যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কোথায় আছে? কি অবস্থায় আছে? তা তারা কেউ বুঝতে পারছেন না। এমতাবস্থায়, মাসুমের নিখোঁজ হওয়ায় স্থানীয় থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে তার পরিবারের সদস্যরা।
ফোর্টিন টাইমলাইন, হরিশ্চন্দ্রপুর, মালদা।