Malda : কাউন্সিলরের দোকানে চুরির ঘটনায় পাকড়াও দুষ্কৃতি

আরও পড়ুন

কাউন্সিলরের হার্ডওয়্যারের দোকানে চুরির ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার তৃণমূল কাউন্সিলরের একটি হার্ডওয়্যারের দোকানে। মঙ্গলবার ওই দুষ্কৃতিকে জেলা আদালতে পেশ করে মালদা থানার পুলিশ।

উল্লেখ্য, ধৃত ওই দুষ্কৃতীর নাম উত্তম মন্ডল, বয়স ২১ বছর। ধৃত দুষ্কৃতিকে মালদা জেলা আদালতে পেশ করেন মালদা থানার পুলিশ। গত শনিবার মাঝরাতে পুরাতন মালদার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মৌলপুর গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি হার্ডওয়্যারের দোকানের চালা কেটে নগদ ২০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। এরপরই ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা সকালে দোকান খুলতেই তিনি অবাক হয়ে যান। এদিকে চুরির ঘটনার পর মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় কাউন্সিলর। পাশাপাশি মালদা থানার পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিতভাবে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন। এরপর সোমবার রাতে ওই দুষ্কৃতীকে পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। তাকে দেখতে পেয়ে সেই দুষ্কৃতীকে মালদা থানার পুলিশ গ্রেফতার করে। পুলিশের এই সাফল্যে সাধুবাদ জানিয়েছেন কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close