Malda : ঝুলন উৎসব নিয়ে নতুন করে শুভ সূচনা কচিকাঁচাদের

আরও পড়ুন

ঝুলন খেলায় মাতল মালদা শহরের পূর্ব দেশবন্ধু পাড়ার খুদেরা। পুরোনাম ঐতিহ্যকে আবার পুনরায় ফিরিয়ে আনতে এই উদ্যোগ।

প্রসঙ্গত, শ্রাবণ মাসে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই পাঁচদিন যাবত অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ঝুলন উৎসব। রবি এবং সোমবার দু’দিন যাবত ঝুলন উৎসব পালিত হয়। কিন্তু বর্তমানে মোবাইল ও ইন্টারনেটের যুগে হারিয়ে যেতে বসেছে পুতুল দিয়ে সাজানো এই ঝুলন উৎসব। এটিকে টিকিয়ে রাখতে মালদা শহরের পূর্ব দেশবন্ধু পাড়ার কচিকাঁচাদের দল নতুন করে ঝুলন উৎসব পালন করছে। তাদের বক্তব্য, বিভিন্ন ধরনের পুতুল দিয়ে সাজানো হয়েছে। সেখানে পাহাড় ,জঙ্গল তৈরি করে গ্রামের পরিবেশ গড়ে তোলা হয়েছে। একটা সময় এই ধরনের ঝুলন উৎসব পাড়ায় পাড়ায় হত। এখন এটা প্রায় বন্ধের মুখে। এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ঝুলন উৎসব পালন করা হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close