সিকিমে এক দুর্ঘটনায় মৃত্যু হল মালদার পর্যটকের। মৃত ওই পর্যটকের নাম রাহুল সিংহ, বয়স ২৮ বছর। পাহাড় থেকে খাদে পড়ে যাওয়ার কারনে গুরুতরভাবে জখম হয় সে। এই অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার ফলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তার। এই ঘটনায় একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার।
সূত্রের খবর, রাহুল মালদার সানি পার্ক এলাকার বাসিন্দা। তার বাবা তপন সিংহ, পেশায় পুলিশ কর্মী। রাহুল সিংহ দিল্লিতে জয়েন্টের জন্য একটি মেডিকেলে ট্রেনিং নিচ্ছিল। সম্প্রতি, পুজোর ছুটিতে মালদায় বাড়িতে আসে সে। সপ্তমীর দিন তিন বন্ধু বাইকে করে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেয়। সেখান ঘোরাঘুরি শেষ করে তারা বাইকে করে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিল। হঠাৎই পথে এক বন্ধুর বাইক খারাপ হয়ে যাওয়ায় বাইকটি সে ঠিক করে। বাইকটি ঠিক করে এরপর তারা তাদের যাত্রা শুরু করলে পথে দূর্ঘটনা ঘটলে হঠাৎই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন খাদে পরে যায়। স্থানীয়দের চোখে ঘটনাটি পড়তেই তারা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুই বন্ধুর আঘাত গুরুত্বর না হলেও রাহুলের আঘাত বেশ গুরুত্বর ছিল। তার দুই বন্ধু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেখানে রাহুলের শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে ওই হাসপাতালের কর্মরত চিকিৎসকেরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে। সেখানে তাকে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রাহুলের। এমন ঘটনায় তার পরিবার-সহ আত্মীয়রা শোকস্তব্ধ হয়ে পড়েছেন।
ফোর্টিন টাইমলাইম, মালদা।