বুধবার ভোরের আলো ফোটার পর মালদায় বাইক দুর্ঘটনায় নিহত হল এক যুবক। লরির নিচে চলে যাওয়ায় মৃত্যু হয় ওই যুবকের। বুধবার ঘটনাটি ঘটে মালদা-নালাগোলা রাজ্য সড়কে।
সূত্রের খবর, বুধবার ভোরে ১৪ চাকার একটি লরির নিচে বাইকটি চলে যায়। এরপর গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে মালদা মেডিকাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখান কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশি সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম নয়ন মন্ডল। বয়স ১৮ বছর। তার বাড়ি হরিপুর থানার অন্তর্গত আকতইলের খড়িবাড়ি এলাকায়। এক নিকটাত্মীয়র বাড়ি থেকে সে তার মাকে আনতে যাচ্ছিল। এমন সময় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার মূল কারন রাজ্য সড়কে ঘনঘন ডিভাইডার। যার জেরে এমন দুর্ঘটনা প্রায়শই হচ্ছে। যদি প্রশাসন এই বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ না করে, তবে ভবিষ্যতে আরও দুর্ঘটনার কবলে পড়তে হতে পারে সাধারণ মানুষদকে।
অপরদিকে বাইকটি আটকে ছিল ১৪চাকার লরিটির নিচে। লরিটি এগোতে গেলে বাইকটির ঘষা লাগে রাস্তার সঙ্গে যার ফলে বাইক থেকে পেট্রল বের হয়ে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলকর্মীরা পৌঁছে ঘন্টাখানেকের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।