Malda : কীটনাশক পান করে কিশোরী আত্মঘাতী

আরও পড়ুন

বাড়িতে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করল কিশোরী। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার নিমবাড়ি এলাকায়। সূত্রের খবর, মৃতার নাম কল্পনা বর্মন। বয়স ১৯ বছর। সে স্থানীয় মানিকড়া হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। পরিবারে রয়েছে তার বাবা মন্টু বর্মন এবং মা জোৎস্না বর্মন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে কাজ করছিল। সেই সময় হঠাৎই মৃতার ঘরের ভেতর থেকে একটা শব্দ শোনা যায়। সেই শব্দ শোনা মাত্রই মৃতার বাবা ও মা তড়িঘরি ছুটে যায়। তারা ভেতরে ঢুকে দেখে কল্পনা কীটনাশক পান করে নিয়েছে। এমতাবস্থায়, তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় আর এন রায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয় তাকে। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকেরা ওই স্কুল ছাত্রীকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কিন্তু কি কারনে তার এহেন হঠকারী সিদ্ধান্ত তার পরিবারের সদস্যরা বুঝতে পারছেন না।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close