শনিবার গভীররাতে দুঃসাহসিক চুরির ঘটনায় উত্তেজনা ছড়ালো মালদহের চাঁচল থানার চন্দ্রপাড়া পঞ্চায়েত এলাকার পুরাতন খানপুরে। সোনা ও রুপোর গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতিরা বলে দাবী গৃহকর্তার। সব মিলিয়ে প্রায় চার লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে বলে দাবী। রবিবার চাঁচল থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে বাড়ির মালিকের পক্ষ থেকে। চাঁচল থানার আই.সি সুকুমার ঘোষ জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশি সূত্রে খবর, গৃহকর্তার নাম বাদিরুদ্দিন। তার বাড়ি পুরাতন খানপুর ঘাট এলাকায়। পেশায় তিনি বস্ত্র ব্যবসায়ী। সম্প্রতি ব্যবসা তুলে গৃহস্থের কাজে যুক্ত হয়েছেন। টাকা পয়সা জোগাড় করে পুনরায় ব্যবসা চালূ করার পরিকল্পনা করছিলেন। তার মধ্যে চুরির ঘটনা ঘটায়, মাথায় হাত পড়েছে ওই ব্যক্তির।
থানায় অভিযোগ জানাতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাদিরুদ্দিন জানান- শনিবার বিকেল নাগাত সপরিবারে রতুয়া থানার মতিগঞ্জে শ্বশুরবাড়ি গিয়েছিলাম। রাতে সেখানেই ছিলাম। রবিবার সকালে দাদাদের মুখ থেকে বাড়িতে চুরির ঘটনা জানতে পেরে ছুটে আসি। এসে দেখি আমার শোবার ঘরের তালা ভেঙে সাড়ে তিন ভুড়ি সোনার গয়না ও বারো ভুড়ি রুপো সহ নগদ আশি হাজার টাকা চুরি করে চম্পট দিয়েজে দুস্কৃতিরা। একটি মজবুত বাক্সে সমস্ত সামগ্রী রাখা ছিল। কে বা কারা এই চুরির ঘটনাটি ঘটিয়েছে। তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করা হোক বলে দাবি করেছে বাড়ির মালিক। এবং সোনা,রুপো ও নগদ টাকা উদ্ধার করা হয়, সেই আবেদন পুলিশের কাছে জানানো হয়েছে।
ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।