পুরনো বিবাদকে কেন্দ্র করে গৃহবধূকে লোহার রড দিয়ে বেধড়ক মারধোর করার অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে। আক্রান্ত গৃহবধূ চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার ধরমপুর এলাকায়।
সূত্রের খবর, আহত ওই গৃহবধূর নাম ইসমা তারা বিবি, বয়স ২৫ বছর। তার পরিবারে রয়েছে স্বামী সেখ শাহিদ ও দুই ছেলে-মেয়ে। বর্তমানে তার স্বামী পেশার তাগিদে ভিন রাজ্যে রয়েছে। বাড়ির বৈদ্যুতিক মিটার নিয়ে দীর্ঘদিন যাবৎ তার ভাসুরের সঙ্গে তাদের গন্ডগোল বেঁধে রয়েছে। সেই গন্ডগোলকে কেন্দ্র করে বুধবার রাতে বাড়িতে ঢুকে ওই গৃহবধূকে লোহার রড দিয়ে বেধড়ক মারধোর করে তার ভাসুর বলে অভিযোগ। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সেখান থেকে সে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই গৃহবধূ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত ভাসুরের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।