বিদ্যালয় চলাকালীন এক নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার ৩ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায়। এই ঘটনায় অভিযুক্তকে বেঁধে স্কুল ঘেরাও করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করে।
সূত্রের খবর, বুধবার স্কুলে টিফিন চলাকালীন তিন ছাত্রীকে স্কুলের পেছনে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে এক অভিযুক্ত। পড়ুয়াদের থেকে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার প্রধানশিক্ষককে বিষয়টি জানান অভিভাবকরা। বৃহস্পতিবার ফের অভিযুক্ত ওই যুবককে ওই এলাকায় দেখতে পেয়ে অভিভাবকরা তাকে ধরে স্কুল চত্বরে বেঁধে রাখে। খবর পেয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ।
এবিষয়ে স্কুল শিক্ষিকা রাজশ্রী রায় জানান, একজন যুবক সেই স্কুলের মাঠে ঢুকে বেশ কয়েকজন ছাত্রীদের লক্ষ্মী ঠাকুর দেখানোর নাম করে নিয়ে যায়। এরপর তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে ছাত্রীরা স্কুলে ছুটে এসে সমস্ত বিষয়টা জানায়। এরপর অভিযুক্তকে ধরে রাখা হয়। এরপর পুলিশ আসলে তাকে তাদের তুলে দেওয়া হয়। তবে নিরাপত্তাহীনতার কথা স্বীকার করে নিয়েছে স্কুল কতৃপক্ষ।
স্থানীয় কাউন্সিলর শিপ্রা রায় জানান, তারা বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন। তারা চান ওই অভিযুক্তর কঠোর শাস্তি হোক। তারা এই বিষয়টি নিয়ে স্কুল কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিরাপত্তাহীনতার বিষয়টি দেখবেন। পাশাপাশি শিক্ষা দফতরের কাছে জানিয়ে স্কুলর নিরাপত্তা সুরক্ষিত করারও কথা বলবেন বলে জানান তিনি।
ফোর্টিন টাইমলাইন, মালদা।