Malda : কাজের প্রলোভন দেখিয়ে মাঠে যুবককে বেঁধে রাখার অভিযোগ

আরও পড়ুন

কাজের প্রলোভন দেখিয়ে ত্রিপুরার এক যুবককে দড়ি বাধা অবস্থায় বেঁধে রাখার অভিযোগ। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের গোপালনগর গ্রামের মাঠে। সেই কিশোরকে দড়ি বাধা অবস্থায় উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দেয় বিএসএফ জওয়ানরা।

সূত্রের খবর, ত্রিপুরা থেকে মুম্বই কাজ করতে গিয়েছিল উদ্ধার হওয়া ওই কিশোর। পাশাপাশি কালিয়াচকের গোপালনগরের এক যুবক সেও মুম্বইতে কাজ করতে যায়। বেশ কিছুদিন কাজ করার পর সে ত্রিপুরার ছেলেটিকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে কালিয়াচকের গোপালনগরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তার নিজস্ব বাড়িতে নিয়ে আসে। সেখানে তার কাছ থেকে টাকা, মোবাইল, কাগজ-পত্র সব ছিনিয়েতাকে দড়ি দিয়ে বেঁধে মাঠে ফেলে রাখে বলে অভিযোগ। ওই যুবককে দড়ি বাধা অবস্থায় ৭০ নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ জওয়ানদের নজরে এলে তারা তাকে উদ্ধার করে মালদার চাইল্ডলাইন ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেয়।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close