Malda : মাদ্রাসা ভোটদানে ভোট কারচুপির অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

আরও পড়ুন

মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে অভিভাবকদের সঙ্গে ভোট দিতে দেখা গেল পড়ুয়াদের। এমনই ছবি ধরা পড়লো মালদার চাঁচল ১ নম্বর ব্লকের বসন্তপুর কাঞ্চনটোলা হাই মাদ্রাসা স্কুলে। রবিবার দেখা যায় পড়ুয়ারা তাদের অভিভাবকদের সঙ্গে ভোট গ্রহণ কক্ষে ঢুকে ভোটদান করে।এদিন ঘটনাটিকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। এই নিয়েই শাসক দলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে সরব হন বিরোধীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

সূত্রের খবর, রবিবার চাঁচল ১ নম্বর ব্লকের বসন্তপুর কাঞ্চনটোলা হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোট ছিল। মোট আসন রয়েছে ছ’টি। সকাল থেকে শুরু হয়ে যায় ভোট গ্রহণ পর্ব। অভিভাবকদের সঙ্গে পড়ুয়াদের ভোট গ্রহণের ছবি প্রকাশ্যে এলে ভোট গ্রহণ কেন্দ্রের সামনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেখানে পুলিশ মোতায়েন থাকলেও তাদের কোনও ভূমিকা লক্ষ্য করা যায়নি। এক অভিভাবক জানান, তিনি নিরক্ষর তাই তার মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন।

পাশাপাশি বিজপি সাংসদ খগেন মুর্মু তৃণমূলকে কটাক্ষ করে বলেন, তৃণমূল কংগ্রেস বহিরাগতদের নিয়ে ভোট করে। তারা সমস্ত ভোট লুট করে। মাদ্রাসার ভোটেও তৃণমূল কংগ্রেস একই কাজ করেছে বলা দাবি বিজেপি সাংসদ খগেন মুর্মু।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close