জাতীয় সড়কের ওপর এক ভবঘুরের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়ালো পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর বিএসএফ ক্যাম্প লাগোয়া এলাকায়। অনুমান, কেউ বা কারা ওই ব্যক্তিকে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ফেলে চলে যায়। এরপরে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, মৃত ব্যক্তির দেহে ক্ষত চিহ্ন রয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্য কোন জায়গা থেকে আনা হয়েছে।
সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম এখনও জানা যায়নি। পুলিশের অনুমান, তার বয়স প্রায় ৪০-এর কাছাকাছি। প্রত্যক্ষদর্শীরা জানান, তার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু, সেই আঘাতের চিহ্ন কি অ্যাক্সিডেন্টের না কি কেউ বা কারা খুন করে প্রকাশ্য জনবহুল এলাকায় ফেলে চলে গিয়েছে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ এবং মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অন্যদিকে, আরেকটি বিষয় পাশেই রয়েছে বিএসএফ ক্যাম্প কিন্তু সেই ক্যাম্পের সামনেই জনসমক্ষে কেউ বা কারা মৃতদেহ ফেলে চলে যাবে এ প্রশ্নের কিন্তু ভাবাচ্ছে? কেননা বিএসএফের কর্মীরা ডিউটিতে থাকাকালীন কেন নজরদারি করেননি। এদিকে এই সমগ্র ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।