মন্ত্রীর হাত ধরে আর্সেনিক মুক্ত পানীয় জলের ট্যাঙ্কের শুভ উদ্বোধন। কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি বিধানসভার মোথাবাড়ি চৌরঙ্গিতে আর্সেন মুক্ত পানীয় জলের ট্যাঙ্কের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভার বিধায়িক সাবিনা ইয়াসমিন।
সূত্রের খবর, মঙ্গলবার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দু’লক্ষ টাকা ব্যয় করে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে ট্যাঙ্কটির উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি হাসিমুদ্দিন আহমেদ ও বিশ্বনাথ সাহা-সহ আরও অনেকেই। জানা যায়, মোথাবাড়ি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে একটি পানীয় জলের ট্যাঙ্ক বসানো। চৌরঙ্গীর মানুষ ও বাইরে থেকে আসা পথ চলতি মানুষের জল খাওয়ার জন্য খুব সমস্যা হতো। পুজোর আগে পানীয় জলের ট্যাঙ্ক উপহার পেয়ে খুশি স্থানীয়রা।
মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।