Malda : বিজেপি নেত্রীর ওপর হামলা, অভিযোগ অস্বীকার তৃণমূলের

আরও পড়ুন

বিজেপির এক নেত্রীর ওপর হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার মালতীপুরে। তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতর।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে মালদার উত্তরের বিজেপির সাংগঠনিক মহিলা মোর্চার সহ-সভানেত্রী মৌসুমী দাসের উপর হামলা করা হয় বলে অভিযোগ। মুখে কালো কাপড় বেঁধে ২ জন দুষ্কৃতী বাড়ির ভিতরে প্রবেশ করে প্রথমে তাকে মারধোর করে তারপর চাকু দিয়ে বুকে আঘাত করা হয় বলে খবর। তাকে হামলা করার অভিযোগের তীর উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এব্যাপারে ওই বিজেপি নেত্রী সংবাদ মাধ্যমের সামনে অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই নেত্রীকে ভর্তি করা হয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। তার স্বামী পিন্টু মন্ডলের অভিযোগ, তৃণমূলের তরফ থেকে এই হামলা করা হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close