বাড়িতে ঢুকে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠলো ওই গৃহবধূরই মদ্যপ কাকা শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তালশুর গ্রামে। সূত্রের খবর,সোমবার দুপুরবেলা তালশুর গ্রামের বাসিন্দা স্মৃতি যাদব বাড়িতে একা ছিলেন। তার বাড়ির পাশেই কাকা শ্বশুর উত্তম যাদবের বাড়ি। পেশায় তিনি মদ বিক্রেতা। বাড়ি থেকেই তিনি বে-আইনিভাবে দেশি মদ বিক্রি করেন। এদিন দুপুরবেলা বউমা স্মৃতি যাদবকে একা পেয়ে বাড়িতে জোরপূর্বক ঢুকে শারীরিক নিগ্রহ করেন বলে অভিযোগ। সেই সময় বাড়িতে ছিলেন না স্মৃতি যাদবের স্বামী গনেশ যাদব। তিনি খবর পেয়ে এলাকায় ছুটে এলে তার উপর অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে অভিযুক্ত কাকা শ্বশুর উত্তম যাদব এবং তার পরিবার। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন গণেশ যাদব বলে অভিযোগ। এরপরই অভিযুক্ত কাকা শ্বশুর উত্তম যাদবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন গণেশ যাদব এবং তার স্ত্রী স্মৃতি যাদব। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। আতঙ্কে অভিযুক্ত ও তার পরিবার পলাতক। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
এপ্রসঙ্গে স্মৃতি যাদব জানান, “সোমবার দুপুর বেলা তিনি বাড়িতে একাই ছিলেন। স্বামী কাজে বাইরে গিয়েছিলেন। এই সময় সুযোগ বুঝে তার কাকা শ্বশুর জোর করে বাড়িতে ঢুকে পড়ে। দরজা ঠেলে ঘরে ঢুকে আমার সঙ্গে অসভ্যতামি শুরু করেন। খবর পেয়ে আমার স্বামী আমাকে বাঁচাতে এলে তাকেও বেধড়ক মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আঘাতের কোপে আমার স্বামী গুরুতর আহত হয়েছেন”।
অভিযোগকারী গণেশ যাদব জানান, “আমার কাকা এলাকায় বাড়ি থেকে বে-আইনিভাবে দেশি মদ বিক্রি করেন। মদ্যপান করে প্রায়ই অশান্তি করেন আমার বাড়ির সামনে। আমাকে গালিগালাজও করতে থাকেন। প্রতিবাদ করলে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেন। আমি বাড়িতে না থাকার সুযোগে বাড়িতে ঢুকে আমার স্ত্রী-কে শারীরিকভাবে নিগ্রহ করেছেন। আমরা এর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি”।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদুত গজমের জানান, ঘটনার অভিযোগ জমা পড়েছে। যদিও অভিযুক্ত পলাতক। তাকে খুব শীঘ্রই পাকড়াও করা হবে।
মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।