Malda : গাছ কাটার প্রতিবাদে দুই ভাইকে খুনের চেষ্টা

আরও পড়ুন

গাছ কাটার প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে খুনের চেষ্টা মালদার মোথাবাড়ির বেড়া কাটা গ্রামে। এমনই অভিযোগ উঠেছে তাদের প্রতিবেশীর বিরুদ্ধে। এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। বর্তমানে আক্রান্তরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্রের খবর, আক্রান্ত দুই ভাই হল সাফিকুল সেখ, বয়স ৩৫ বছর ও তার ভাই ইব্রাহিম সেখ, বয়স ৩০ বছর। গাছ কাটার প্রতিবাদ করায় দাদা ও ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়। এমন ঘটনা ঘটানোর চেষ্টা করে আক্রান্তদের প্রতিবেশীরা। অভিযুক্তরা হল মাহানুর সেখ, সেখ সালেম-সহ বেশ কয়েকজন। পরিবার সূত্রে আরও জানা যায় বাড়ির পাশেই আম গাছ রয়েছে ইব্রাহিমদের। শনিবার সকালে সেই গাছ কাটতে যায় অভিযুক্তরা। প্রতিবাদ করতে গেলেই দুই ভাইকে প্রথমে বেধড়ক মারধর করা হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে দু’জনকে এলোপাথাড়িভাবে কোপায় দুস্কৃতিরা। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করে প্রথমে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের ভর্তি করানো হয়। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোটান টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close