এক নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে। ওই ছাত্রীর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে অপহরণকারীকে পাকড়াও করে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
সূত্রের খবর, অপহরণকারীর নাম মুস্তাক খান। বয়স ২৪ বছর। বাড়ি চাঁচল থানার লয়দা বিস্টুপুর এলাকায়। ওই নাবালিকাকে প্রকাশ্যে অপহরণ করার চেষ্টা করে অভিযুক্ত। ছাত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে বেধড়ক মারধর করে।
এই ঘটনায় স্কুলের নিরাপত্তা এবং স্কুল কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। এই ঘটনার খবর পেয়ে ধৃত যুবককে সোমবার চাঁচল মহকুমা আদালতে পেশ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে কুশিদা হাই স্কুলের প্রধান শিক্ষককে ফোন করা হলে ব্যস্ততার কারন দেখিয়ে তিনি ফোন কেটে দেন।
ফোর্টিন টাইমলাইন, মালদা।