জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজিতে উত্তাল হলে উঠল মানিকচকের গোপালপুরের বালুটোলা এলাকা। ভাঙচুর করা হয় এলাকার একাধিক বাড়ি। থমথমে মানিকচকের গোপালপুরের বালুটোলা এলাকা। স্থানীয় বাসিন্দা সাইফুদ্দিন ও নাসির এর মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকাটি। ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দিতে গোটা এলাকা জুড়ে চলছে পুলিশি টহল।
পুলিশ তদন্তে জেনেছে- মোহাম্মদ সাইফুদ্দিন এর সঙ্গে মোহাম্মদ নাসির এর বিবাদ দীর্ঘদিনের। জমি বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে কয়েকদিন যাবৎ বিবাফ চরমে উঠেছিল। স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে ওঠে। শনিবার এ বিবাদ কার্যত সংঘর্ষের রূপ নেয়। দফায় দফায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এলাকাজুড়ে ব্যাপক বোমাবাজির ঘটনা সামনে আসে। ভাঙচুর করা হয় এলাকার একাধিক বাড়ি। দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছে স্থানীয় বাসিন্দারা। বোমাবাজির সঙ্গে গুলিও চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশি হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা রয়েছে এলাকাজুড়ে। মোতায়ন করা হয়েছে বেশ কিছু পুলিশকর্মী।
স্থানীয় বাসিন্দারা জানান, কিছু বুঝে ওঠার আগেই বোমা, গুলির শব্দে সমগ্র এলাকা কেঁপে ওঠে। বাড়িতে ঢুকেও ভাঙচুর চালানো হয়। গোটা ঘটনায় প্রশাসনের উচিত- করা পদক্ষেপ নেওয়া বলে দাবি করেছে এলাকার মানুষ। ঘটনার পর পুলিশ এলাকায় তল্লাশি চালিয়ে একটি তাজা বোমা উদ্ধার করতে সক্ষম হয়। লোকালয় থেকে দূরে নিয়ে গিয়ে বোমাটিকে নিষ্ক্রিয় করেছে পুলিশ।
মোহাম্মদ নাসির এর দিকে সমস্ত অভিযোগ তুলেছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি অভিযোগের সুরে জানান- নাসির ও তার দলবল এলাকায় প্রভাব সৃষ্টি করতে চেষ্টা চালাচ্ছে। একটি জমি তিনি কিনলেও সেই জমিতে জোর দেখাচ্ছে নাসিরের লেঠেল বাহিনী। শনিবার সকাল থেকে তার আত্মীয় পরিজনদের বাড়িতে সদলবলে নাসির হামলা চালায় বলেও অভিযোগ তুলেছেন তিনি।
বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে এলাকায় সন্ত্রাস চালানোর চেষ্টা চালাচ্ছে কর্মাধ্যক্ষ মোহাম্মদ সাইফুদ্দিন, এমনই অভিযোগ তুলেছেন মোহাম্মদ নাসির। তিনি জানান, গোটা ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। এলাকায় সন্ত্রাস চালাতে সাইফুদ্দিন ও তার দলবল বোমাবাজি চালিয়েছে। প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি করেছেন নাসির। পাশাপাশি দলীয় নেতৃত্বকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে বলেও জানান তিনি।