আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কামতাপুরি পিপলস্ পার্টি ইউনাইটেড-এর পক্ষ থেকে এক বাইক র্যালি বের করা হল বুধবার। হবিবপুর থানার কেন্দপুকুর বাদল মাঠ থেকে এদিনের র্যালির সূচনা হয়। প্রশাসনের তরফে অনুমোদন না মেলায় হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে, পাড়ায়-পাড়ায় পাঁচটি করে বাইক নিয়ে প্রচার চালানো হবে বলে জানা গেছে।
এদিনের র্যালির মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরেন। তাদের দাবি -পৃথক রাজ্য ও কামতাপুরি ভাষা স্বীকৃতি-সহ বেকারত্ব দূরীকরণ। বুধবারের বাইক র্যালিতে উপস্থিত ছিলেন কামতাপুরি পিপলস পার্টি সাধারণ সম্পাদক সুভাষ বর্মন-সহ দলীয় কর্মীরা।