টোটো চালককে বেধড়ক পেটালো বাইক চালক ও আরোহীরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।সূত্রের খবর, সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচল-হরিশ্চন্দ্রপুর ৮১ নং জাতীয় সড়কের পূর্ত দফতর অফিসের কাছে। গুরুতর জখম অবস্থায় ওই টোটো চালককে স্থানীয়রা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করিয়েছে।ঘটনাস্থলে গিয়ে পুলিশ টোটোটিকে উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসে।অভিযুক্তরা পলাতক।
এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান,টোটো ও বাইক চালকের সামান্য সংঘর্ষ হয়। তবে বাইক চালক ও তার আরোহীরা মোট তিনজন এসে বেধড়ক পেটায় টোটো চালককে।মারধরের পরেই জখম অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলেন টোটো চালক। প্রত্যক্ষদর্শীরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।তবে জখম টোটো চালকের পরিচয় পাওয়া যায়নি। চাঁচল থানার পুলিশ জানিয়েছে,জখম যুবকের পরিবারের তরফে অভিযোগ পেলে,কড়া পদক্ষেপ করা হবে।
ফোর্টিন টাইম লাইন, চাঁচল, মালদা।